Search
Close this search box.
Search
Close this search box.

বতসোয়ানায় অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের মনোবিজ্ঞানী

ABDULLAH MAMUNবতসোয়ানার স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৪ সালের জন্য অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেছে। বিভিন্ন সেক্টরে এই পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে কর্পোরেট (লিডারশিপ ও ম্যানেজমেন্ট) অ্যাওয়ার্ড, ইনোভেশন অ্যাওয়ার্ড, পারফর্মার অব দ্য ইয়ার, লং সার্ভিস ও গুড কন্ডাক্ট সেক্টরে অ্যাওয়ার্ড। মোট ১৪১ জনকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

বাংলাদেশের মনোবিজ্ঞানী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পুরস্কৃত হন। তিনি কর্পোরেট অ্যাওয়ার্ড ও পারফর্মার অব দ্য ইয়ার ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন। তার এই অর্জন বতসোয়ানায় পজেটিভ বাংলাদেশকে তুলে ধরেছে।

chardike-ad

এ নিয়ে চতুর্থবারের মতো দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাস্থ্য সেক্টরে কাজ করার উৎসাহ দেবার জন্য এই পুরস্কার প্রদান করে থাকে।