imran-khan

ধোঁয়াশা কাটিয়ে গতকাল বৃহস্পতিবার এক ঘরোয়া, অনাড়ম্বর অনুষ্ঠানে দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খান। পাত্রী সেই রেহাম খানই, যাকে নিয়ে জল্পনা চলছিল ইমরানকে জড়িয়ে।

chardike-ad

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে বানি গালার এক খামারবাড়িতে বিয়েটা সেরে ফেলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। ৬২ বছরের ইমরানের সঙ্গে ৪১-এর রিহামের বিয়ের রীতি-আচার সম্পন্ন করেন মুফতি সাঈদ। এ উপলক্ষে আজ শুক্রবার গরিব বাচ্চাদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

ডন অনলাইনের এক খবরে বলা হয়েছে, বিয়ের পর শুধু ফটো সেশন হয়েছে। দেনমোহরের পরিমাণ ১ লক্ষ রুপি বলে জানা গেছে।

প্রসঙ্গত, পাকিস্তানের জন্য বিশ্বকাপজয়ী ক্রিকেটার থেকে মূলধারার রাজনীতিক হয়ে ওঠা ইমরানের এটা দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ব্রিটিশ সাংবাদিক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেন। রেহাম খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন যখন সংবাদ মাধ্যমগুলোয় ছড়ায়, তখন ইমরানকে অভিনন্দন জানিয়েছিলেন জেমিমা।