ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রে নতুন করে ২ লাখ ৫২ হাজার মানুষ চাকরি পেয়েছেন। এটাকে মার্কিন অর্থনীতির পুনরুত্থান ভাবা হচ্ছে।
সম্প্রতি দেশটির শ্রম দপ্তরের শেষ পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি বলেছে, এতে করে বেকারত্বের হার ৫ দশমিক ৮ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।
শনিবার এক খবরে বিবিসি জানিয়েছে, গত অক্টোবর ও নভেম্বর মাসে দেশটিতে নতুন করে মানুষ চাকরি পেয়েছেন। ফলে ক্রমেই কমে চলেছে বেকারত্বের হার। ডিসেম্বরে তা অবস্থান করছে ৫ দশমিক ৬ শতাংশে। ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্রে বেকারত্বের এই হার সর্বনিন্ম।
শ্রম দপ্তরের তথ্য মতে, আলোচিত মাসে সবচেয়ে বেশি কাজের সুযোগ তৈরি হয়েছে ব্যবসায়িক সেবা, নির্মাণ, স্বাস্থ্য ও খাদ্য খাতে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে গত ১২ মাসে মাসে গড়ে ২ লাখ ৪৬ হাজার কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।