সাইটে পোস্ট করা সহিংস ভিডিও ক্লিপ এবং ছবির ওপর বিধিনিষেধ আরোপ করছে ফেসবুক কর্তৃপক্ষ। এছাড়া ১৮ বছরের কম বয়সীদের গ্রাফিক ভিডিও ও ছবি দেখা বন্ধেরও ব্যবস্থা নিচ্ছে ফেসবুক।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এখস থেকে ‘সহিংস, বিভৎস এবং উসকানিমূলক’ ভিডিও’র ওপর ক্লিক না করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না।
ফেসবুকের নিরাপত্তা উপদেষ্টাদের চাপের প্রেক্ষিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে মনোবিদদের মতে, কমবয়সীদের রক্ষায় এই পদক্ষেপ যথেষ্ট নয়।
প্রথমেই এই বিধিনিষেধের আওতায় পড়েছে গত সপ্তাহে প্যারিসের শার্লি হেবদোর ঘটনায় নিহত পুলিশ সদস্য আহমেদ মিরাবেতের গুলিবিদ্ধ হওয়ার দৃশ্যের মতো বেশ কিছু সহিংস ভিডিও।