Search
Close this search box.
Search
Close this search box.

ভারতের ‘উত্তরবঙ্গ মেলা’য় চিরকুট

CIRUKUTকৈশোরকালে সমরেশ পড়ে শিলিগুড়ি বা জলপাইগুড়ি শহরের চিত্র কল্পনায় আঁকেননি কিংবা গানে কাঞ্চনজঙ্ঘাকে আপন অনুভূতিতে সাজাননি— এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। চিরকুট ব্যান্ডের সুমিও ‘সাতকাহন’ পড়ে ভালোবেসে ফেলেছিলেন শিলিগুড়িকে, আর কাঞ্চনজঙ্ঘার সুরে বিমোহিত হয়েছেন বহুবার। তবে আনন্দের সংবাদটি হলো, কাঞ্চনজঙ্ঘার দেশেই যাচ্ছে চিরকুট ব্যান্ড। ২৬ জানুয়ারি কলকাতার উত্তরবঙ্গ মেলার শেষ দিনে গাইবে চিরকুট। ব্যান্ডের ভোকাল সুমি বলেন, ‘অনেক বেশি উচ্ছ্বাস কাজ করছে মনের মধ্যে। শিলিগুড়ি বা দার্জিলিং এর আগেও গিয়েছি। তবে এবারই প্রথম পারফর্ম করতে যাচ্ছি পুরো ব্যান্ড মিলে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গান করব আমরা। এক-দেড় ঘণ্টা পারফরম্যান্সে গাইব জাদুর শহর, ধনধান্য পুষ্প ভরা, আমি জানি না, নিরানন্দসহ নতুন গানও করার পরিকল্পনা রয়েছে। আসলে দর্শকদের মর্জি মতোই গান করতে হবে।’

চিরকুটের ভারত সফর এবারই প্রথম নয়, এই তো কিছুদিন আগে তারা গান শুনিয়ে এল দিল্লির রাষ্ট্রপতি ভবন ও সাউথ এশিয়ান ব্যান্ড ফেস্টিভ্যালে। সুমি জানালেন, ‘প্রতিবেশী দেশে বরাবরই বাংলাদেশের ব্যান্ডগুলোর কদর ছিল। সে ধারাবাহিকতায় চিরকুটও বেশ জনপ্রিয়তা লাভ করেছে সেখানে। এবারো স্থানীয়মন্ত্রী ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন উত্তরবঙ্গ উত্সবের জন্য।’

chardike-ad

চিরকুট ভক্তদের জন্য আরো সুখবর অপেক্ষা করছে। এ মাসের শেষ বা আগামী মাসের মধ্যে নতুন চমকের খবর শোনাবেন চিরকুট সদস্যরা। বণিকবার্তা।