Search
Close this search box.
Search
Close this search box.

১ ও ২ টাকা থাকবে : অর্থমন্ত্রী

Mohit

আগের বক্তব্য থেকে সরে এসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এক টাকা এবং দুই টাকার নোট ও কয়েন (ধাতব মুদ্রা) বাজারে থাকবে।

chardike-ad

সোমবার সকালে একথা জানান তিনি।

গতকাল তিনি প্রচলিত এক টাকা এবং দুই টাকার নোট ও কয়েন (ধাতব মুদ্রা) বাজার থেকে তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন। এর কারণ হিসেবে তিনি বলেছিলেন, বর্তমানে মুদ্রার বাজারে এক ‍ও দুই টাকার মুদ্রার সংখ্যা খুবই কমে এসেছে। এর আবেদন ধীরে ধীরে আরও ফুরিয়ে যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে এই বক্তব্যের ব্যাপক সমালোচনার মুখে তিনি তার এই ঘোষণা থেকে সরে আসতে বাধ্য হন।