রাস্তার অচেনা আগন্তুকের চেয়েও রাজনীতিবিদ আর ব্যবসায়ীদের  কম বিশ্বাস করে কোরিয়ার তরুণ প্রজন্ম ! এমনটাই উঠে এসেছে সিউলভিত্তিক অলাভজনক একটি গবেষণা ইন্সটিটিউটের সাম্প্রতিক এক সমীক্ষায়।

জরিপে অংশ নেয়া সারা দেশের ২ হাজার ৩০০ কোরিয়ান কলেজ পড়ুয়া তরুণদের মধ্যে মাত্র ২.৬ শতাংশ জানিয়েছেন তাঁরা একজন রাজনীতিবিদকে বিশ্বাস করেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি বিশ্বাসের পাল্লাটা একটু ভারি, ৪.৮ শতাংশ।

chardike-ad

trust_of_korean_youth

অথচ প্রথমবারের মতো পরিচয় হওয়া কোন ব্যক্তিকেও বিশ্বাস করতে প্রস্তুত আছেন ৮.৪ শতাংশ কোরিয়ান তরুণ।

জরিপ বলছে কর্পোরেট দুনিয়ার উপরও আস্থা নেই নতুন প্রজন্মের। মাত্র ৭.৭ শতাংশ জানিয়েছেন যে তাঁরা ব্যবসায়ীদের বিশ্বাস করেন।

বিশ্বাসের পারদ সবচেয়ে চড়া পরিবার (৯৫.৮ শতাংশ) ও বন্ধুদের (৮৮.১ শতাংশ) ক্ষেত্রে। এছাড়া ইন্টারনেটে ১৪.২ শতাংশ, সংবাদপত্রে ১৭.৩ শতাংশ ও হাসপাতালগুলোয় ৩৩.৩ শতাংশ কোরিয়ান তরুণের আস্থা রয়েছে।