Search
Close this search box.
Search
Close this search box.

৯০ বছরে স্কুলে ভর্তি

nocredit

শিক্ষার কোনো বয়স নেই। এ কথার প্রমাণ দিলেন কেনিয়ার ৯০ বছরের প্রিসিলা সিটিনে। তিনি বার্ধক্যকে কোনো পরোয়া না করে ৯০ বছর বয়সে এসে জীবনে প্রথমবারের মতো স্কুলে ভর্তি হয়েছেন।

chardike-ad

বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে প্রিসিলা বলেন, আমি বিশ্বের শিশুদেরকে বলতে চাই বিশেষ করে কন্যা শিশুদের; শিক্ষাই তোমাদের সম্পদ। এটা অর্জন করার জন্য পেছনে ফিরে তাকিও না।

রিফট ভ্যালিতে তার স্কুলের প্রধান শিক্ষক বলেন, সাবেক ধাত্রী প্রিসিলা পৃথিবীর প্রবীণতম স্কুলছাত্রী। এই ৯০ বছর বয়সেও তিনি দিব্যি স্কুল ড্রেস পরে শ্রেণিকক্ষের সামনের বেঞ্চে বসে ক্লাস করেন। এমনকি তিনি অংশ নিচ্ছেন নাচ এবং শারীরিক শিক্ষার ক্লাসেও।

সহপাঠীরা তাকে গোগো বলে ডাকে। যার অর্থ দাদী। শুধু শিক্ষকেরাই নন, সহপাঠীরা এবং অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরাও গোগোকে নিয়ে গর্বিত।

এই স্কুলের শিক্ষার্থীদের তালিকায় প্রিসিলার নাতী নাতনীদের সাতজন সন্তানও রয়েছে।

গিনেজ বুক অব রেকর্ডসে ঠাঁই পাওয়া চলতি বিশ্ব রেকর্ডটি রয়েছে অন্য এক কেনিয়ান কিমানি মার্কের। তিনি ৮৪ বছর বয়সে ২০০৪ সালে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। এর পাঁচ বছর পর তিনি মারা যান।