Search
Close this search box.
Search
Close this search box.

প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট প্রদানে ক্র্যাশ প্রোগ্রাম

songsodপ্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিদেশে অবস্থানরত কর্মীদের নভেম্বরের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদানে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য ইসরাফিল আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে আরো বলেন, বিদেশে অবস্থানরত প্রায় ৯০ লাখ কর্মীকে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান করা একটি চ্যালেঞ্জের বিষয়। কিন্তু প্রবাসে যেসব শ্রমিক রয়েছেন, তাদের যদি আগামী নভেম্বরের মধ্যে এমআরপি দেয়া না যায়, তাহলে তারা অবৈধ শ্রমিক হিসেবে বিবেচিত হবেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, নির্ধারিত এ সময়ের মধ্যে এমআরপি প্রদান করা কষ্টসাধ্য কাজ হলেওপ্রবাসী শ্রমিকদের এমআরপি পাসপোর্ট প্রদান করা গুরুত্বপূর্ণ বিষয়। মন্ত্রী বলেন, ‘আমরা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। মন্ত্রণালয়ের মোবাইল টিম ল্যাপটপের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে অবস্থানরতদের ছবি তুলে এমআরপি পাসপোর্ট কার্যক্রম সম্পন্ন করবে। আশা করি, নভেম্বরের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। অন্যান্য দেশে তেমন কোন সমস্যা নেই। তবে আরব আমিরাত ও সৌদি আরবে এ কাজটি করা একটু কঠিন হবে। সৌদি আরবে ২৫ লাখ, আরব আমিরাতে ১৫ লাখ বাংলাদেশী শ্রমিক রয়েছে।’

chardike-ad