Search
Close this search box.
Search
Close this search box.

আজ ইত্যাদি

hanifখাগড়াছড়িতে ধারণ করা ‘ইত্যাদি’ প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।

‘ইত্যাদি’র এবারের পর্বে রয়েছে শিক্ষানুরাগের এক জীবন্ত প্রতীক রিকশাচালক মো. জাকের হোসেনের ওপর একটি শিক্ষণীয় প্রতিবেদন। এছাড়া প্রায় ৩০ বছর ধরে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ জায়গা যিনি সবুজ করে তুলেছেন চিরসবুজ বকুল ফুলের গাছে আর সুরভিত করেছেন বকুল ফুলের সুঘ্রাণে, সেই ভূমিহীন দিনমজুর সিদ্দিক গাজীর ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। একজন সরকারি কর্মচারী মাগুরার এবিএম নজরুল ইসলামের কর্মনিষ্ঠার ওপর রয়েছে একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। যিনি তার দীর্ঘ কর্মজীবনে কোনো অজুহাতেই কখনো কোনো নিয়ম ভঙ্গ করেননি। এছাড়া পাহাড়ি-কন্যা রাঙ্গামাটি জেলার সাজেক ভ্যালির ওপর রয়েছে একটি চমৎকার তথ্যভিত্তিক প্রতিবেদন।

chardike-ad
এবারের ইত্যাদির মূল গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। এবারের অনুষ্ঠানে রয়েছে একটি ব্যতিক্রমী নাচ। যাতে অংশ নিয়েছেন স্থানীয় বিভিন্ন পাহাড়ি সম্প্রদায় এবং বাঙালি নৃত্যশিল্পীরা। চাকমা-ত্রিপুরা-মারমা ও বাংলা ভাষায় গাওয়া একটি দেশের গানের সঙ্গে এ নাচটিতে অংশ নিয়েছেন তিন শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী।  নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ন নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। আর স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।