Search
Close this search box.
Search
Close this search box.

আলাবামায় সমকামী বিয়ে শুরু

homosex-marriage
আলাবামার প্রথম সমকামী দম্পতি রবার্ট পোভিলাত এবং এবং মিল্টন পার্সিনজার

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের প্রধান বিচারপতির নির্দেশ অমান্য করে কিছু কাউন্টির বিচারক সমকামী যুগলদের বিয়ের লাইসেন্স দেওয়া শুরু করেছেন।

রাজ্যের প্রধান বিচারপতি তার নির্দেশে বলেছিলেন, আলাবামায় সমকামী বিয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহারে কেন্দ্রের রুলিং মানতে বাধ্য নন রাজ্যের বিচারকরা। নিষেধাজ্ঞা বহাল চেয়ে রাজ্যের প্রধান আইন কর্মকর্তা দেশটির সুপ্রিম কোর্টে আবেদনও করেন।

chardike-ad

তবে গতকাল সোমবার সুপ্রিম কোর্ট ওই আবেদন নাকচ করে বলেন, রাজ্যের প্রধান বিচারপতির এ ধরনের বিয়ে বন্ধ রাখার কোনো ক্ষমতা নেই।

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৩৭তম রাজ্য হিসেবে আলাবামায় সমকামী বিয়ে বৈধতা পায়। অনেক কাউন্টিতে সোমবারই সমকামীদের বিয়ের লাইসেন্স দেওয়া শুরু হয়।

তবে স্থানীয় গণমাধ্যম বলছে, আলাবামার ৬৭টি কাউন্টির ১১টি এই ধরনের বিয়ের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানিয়েছে।

জানুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ঘোষণা করেছ, চলতি বছরের জুনের মধ্যে ৫০টি মার্কিন রাজ্যে সমকামীদের বিয়েকে বৈধ করার কথা ভাবা হচ্ছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের আরকানসাস, জর্জিয়া, কেনটাকি, লুইসিয়ানা, মিশিগান, মিসিসিপি, মিসৌরি, নেব্রাস্কা, নর্থ ডাকোটা, ওহিও, সাউথ ডাকোটা, টেনেসি, টেক্সাস রাজ্যে সমকামী বিয়ে নিষিদ্ধ।

সম্প্রতি ইউটিউবে একটি সাক্ষাৎকারে বারাক ওবামা বলেছেন, এটা নিশ্চিত ছিল যে, এ বছর সুপ্রিম কোর্ট জাতীয়ভাবে সমকামী বিয়েকে বৈধ করবে।

মার্কিন ইতিহাসে ওবামা প্রথম প্রেসিডেন্ট যিনি প্রকাশ্যে সমকামী বিয়েকে সমর্থন করেছেন।

সূত্র: বিবিসি ও এবিপি লাইভ