বুধবার । জুলাই ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৮ ফেব্রুয়ারী ২০১৫, ৮:২২ অপরাহ্ন
শেয়ার

ব্রিটেনে বিক্ষোভের মুখে বন্ধ হলো ইসরাইলি অস্ত্র কারখানা


israelযুক্তরাজ্যভিত্তিক ইসরাইলি মালিকানাধীন একটি অস্ত্র কারখানা দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে কারখানাটির কাজকর্ম বন্ধ হয়ে গেছে।

ইসরাইলি অস্ত্র কোম্পানি এলিবিট সিস্টেমের সহযোগী সংস্থা কেন্ট-ভিত্তিক ইন্সট্রো প্রিসিসিওনে প্রবেশপথ দখল করে নেয় বিক্ষোভকারীরা। এ সময় কোনো কোনো বিক্ষোভকারী কারখানাটির
ছাদেও অবস্থান নেয়।

ইসরাইলি পণ্য বর্জন, পুঁজি প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা আরোপ বা বিডিএস আন্দোলনের আহ্বান জানিয়ে এই অস্ত্র কারখানায় বিক্ষোভ করা হয়। অধিকৃত ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপন বন্ধে
ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আন্তর্জাতিক তৎপরতার অংশ হিসেবে শুরু হয়েছে বিডিএস আন্দোলন।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদী নীতি গ্রহণের কারণে আন্তর্জাতিক অঙ্গনে কঠোর পরিস্থিতির মুখে পড়েছে ইসরাইল।