Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রে গেলেই ওয়ার্ক পারমিট

usaআপনার স্বামী বা স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন? আর তার সঙ্গে সে দেশে গিয়ে আপনিও নিজের
মতো করে কাজ শুরু করতে চান? এখন এটা আর কোনও সমস্যাই নয়। বুধবার আমেরিকার
তরফে ঘোষণা করা হয়, যারা সে দেশে H-1B ভিসা নিয়ে রয়েছেন, তাদের স্বামী বা স্ত্রীও
ওয়র্ক পারমিট মানে সে দেশে কাজ করে রোজগার করার ছাড়পত্র পাবেন এবার থেকে। এই
নিয়ম চালু হতে চলেছে ২৬ মে থেকে।

আমেরিকার সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস আগামী ২৬ মে থেকে ওয়ার্ক ভিসার
জন্যে আবেদন নেওয়া শুরু করবে। সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ‘Form I-765’
মঞ্জুর করলে H-1B ভিসাধারীদের স্বামী বা স্ত্রীরা হাতে পেয়ে যাবেন এমপ্লয়মেন্ট অথরাইজেশন
কার্ড। তারপর থেকেই আমেরিকায় কাজ শুরু করতে পারবেন তিনি।

chardike-ad

আমেরিকার সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস মনে করছে এই নতুন নিয়মের সূচনায়
প্রথম বছরেই লাভবান হবেন ১ লাখ ৭৯ হাজার ৬০০ মানুষ। পরবর্তী সময়ে বছরে প্রায় ৫৫
হাজার প্রবাসী এর থেকে লাভবান হবেন।