Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশে সব ফ্লাইট বন্ধ করল পাকিস্তান এয়ারলাইনস

pakistan-airবাংলাদেশকে না জানিয়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) কর্তৃপক্ষ ঢাকা-করাচি ফ্লাইট বন্ধ করে দিয়েছে। ফ্লাইটটি ঢাকা আসার কথা ছিল।

ঢাকায় পিআইএর কান্ট্রি ম্যানেজার আলী আব্বাসকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হয়রানির অভিযোগে বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে পিআইএ কর্তৃপক্ষ।

chardike-ad

আর এই পরিস্থিতি তৈরি হয়েছে জাল মুদ্রা ও সোনা পাচারের অভিযোগে চার দিন আগে ঢাকায় আলী আব্বাসের বাসা তল্লাশি এবং তাঁকে পাকিস্তানে ফেরত পাঠানোর প্রতিবাদে পিআইএ এ সিদ্ধান্ত নিয়েছে । তাই কর্তৃপক্ষ এই মনোভাবের প্রতিক্রিয়ায় পাকিস্তান এয়ারলাইনস তাদের পিকে-২৬৬ ফ্লাইটটি বাতিল করে দেয়।

গতকাল পিআইএর পক্ষ থেকে পাকিস্তানে সংবাদমাধ্যমগুলোকে বাংলাদেশে ফ্লাইট স্থগিতের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে কর্মকর্তাদের হয়রানির ঘটনায় পিআইএ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পিআইএর মুখপাত্র জানান, গতকাল করাচি থেকে ঢাকাগামী (পিকে-২৬৬) ফ্লাইটটি বাতিল করে দিয়ে বাংলাদেশে সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে ফ্লাইট পুনরায় চালু হওয়ার সম্ভাবনা নেই।