Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ায় খাদ্য সহায়তা প্রেরণ বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন

অনলাইন প্রতিবেদক, ১১ ফেব্রুয়ারী, ২০১৩ ঃ

উত্তর কোরিয়ায় খাদ্য সহযোগিতা পাঠানো বন্ধে বিল পাস করতে যাচ্ছে মার্কিন কংগ্রেস। বিলটি গত বছর উত্থাপন করা হলেও রাজনৈতিক দলগুলোর দাবীর প্রেক্ষিতে চলতি বিলটি তখন আরও নয় মাসের জন্য সম্প্রসারণ করা হয়। কংগ্রেস সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, যুক্তরাষ্ট্র প্রদত্ত বৈদেশিক সাহায্যের অপব্যবহার রোধে প্রস্তাবিত নতুন বিলটি সিনেটের প্রভাবশালী নেতা হ্যারি রীড গত মাসের শেষ নাগাদ পুনঃউত্থাপন করেন। এর প্রতি সমর্থন রয়েছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সদস্যদেরই।

chardike-ad

উল্লেখ্য, আন্তর্জাতিক উন্নয়ন তহবিল থেকে উত্তর কোরিয়াকে খাদ্য সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিলটি পাস হলে ২০১৮ সাল পর্যন্ত এ সহযোগিতায় স্থগিতাদেশ আসতে পারে। প্রতিশ্রুতি ভঙ্গ করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার প্রতি মার্কিন প্রশাসন একাধিকবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সে সূত্র ধরেই এ নিষেধাজ্ঞা আসছে বলে খবরে প্রকাশ।