Search
Close this search box.
Search
Close this search box.

পাকিস্তানে ১২ জনের ফাঁসি কার্যকর

Pakistan_Executionপাকিস্তানে মঙ্গলবার সকালে অন্তত ১২ আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। এ দিন মুলতানে জাফর ইকবাল নামে একজন, করাচিতে মুহাম্মদ ফয়সাল এবং মুহাম্মদ আফজাল নামে দুইজন, ফয়সালাবাদে মুহাম্মদ নওয়াজ নামে একজন, রাওয়ালপিন্ডিতে নাদিম জামান এবং মুহাম্মদ জাওয়াদ নামে দুইজন, গুজরানওয়ালায় মুহাম্মদ ইকবাল নামে একজন ও ঝাংয়ে মুহাম্মদ রিয়াজ, মুহাম্মদ শরীফ এবং মুবাসসর আলী নামে তিনজনের ফাঁসি কার্যকর করা হয়। এ ছাড়া রাব নওয়াজ এবং জাফর ইকবাল নামে মিনাওয়ালি জেলে আরো দুইজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। ডন নিউজ এ তথ্য জানিয়েছে।

মুলতানে দুইজনের ফাঁসি কার্যকরের কথা ছিল। কিন্তু রায় কার্যকরের আগ মুহূর্তে আসামি ওয়াকার নাজিরের পরিবার বাদীপরে সঙ্গে মীমাংসায় আসলে আবেদনের পরিপ্রেেিত তা স্থগিত করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাদী-বিবাদী উভয় প চুক্তিতে আসায় পরবর্তী কার্যক্রমের জন্য বিষয়টি আদালতে পাঠানো হয়েছে। ১৯৯৬ সালে ডাকাতিকালে এক ব্যক্তিকে হত্যা করে ওয়াকার নাজির। ওই মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় একটি আদালত। পরবর্তী সময়ে লাহোর হাইকোর্ট ও দেশটির সর্বোচ্চ আদালত ওই রায় বহাল রাখে। গত বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় অন্তত ১৫০ জন নিহতের পর মৃত্যুদণ্ডের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয় দেশটির সরকার। এরপর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট ৩৯ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

chardike-ad