বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ২১ মার্চ ২০১৫, ৪:৪৭ অপরাহ্ন
শেয়ার

ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ!


facebook-complainনারী স্বাধীনতা থেকে লিঙ্গ বৈষম্য – যৌন নির্যাতন থেকে জাতি বৈষম্য, বিভিন্ন ইস্যুতে প্রায় গোটা দুনিয়া সোচ্চার হয় যে প্ল্যাটফর্মে, সেই ফেসবুকের বিরুদ্ধেই এবার একাধিক অভিযোগ আনলেন প্রতিষ্ঠানটির সাবেক এক মহিলা কর্মী শিয়া হং।

তাইওয়ানের শিয়া হং তিন বছরের কিছু বেশি সময় ফেসবুকে কর্মরত ছিলেন। ২০১৩ সালের অক্টোবরে তার চাকরি চলে যায়। এরপই ফেসবুকের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন তিনি।

ফেসবুকে কাজের পরিবেশ অত্যন্ত খারাপ বলে জানিয়েছেন তিনি। শুধুমাত্র মহিলা হওয়ার অপরাধে তাকে নানা ধরনের অত্যচার ও অবিচারের শিকার হতে হয়েছিল বলে অভিযোগ শিয়ার।

এই সোশ্যাল নেটওয়ার্কিং কর্তৃপক্ষের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্য, যৌন নির্যাতন, জাতি বৈষম্য এবং উদ্দেশ্যমূলক প্ররোচনার অভিযোগ করেছেন তিনি।