Search
Close this search box.
Search
Close this search box.

ফ্রান্সে আগামী দু’বছরে মসজিদের সংখ্যা দ্বিগুণ করার ডাক

frenchফ্রান্সে মুসলিম কমিউনিটির একজন নেতা আগামী দু’বছরে দেশটিতে মসজিদের সংখ্যা দ্বিগুণ করার আহবান জানিয়েছেন। প্যারিস মসজিদের প্রধান দালিল বুবাকের বলেছেন, বর্তমানে দেশটিতে যতো সংখ্যক মসজিদ আছে সেগুলো মুসলিমদের চাহিদা পূরণে যথেষ্ট নয়।

বর্তমানে ফ্রান্সে মসজিদের সংখ্যা প্রায় ২,২০০। দলিল বুবাকের ফ্রেঞ্চ মুসলিম কাউন্সিলেরও প্রেসিডেন্ট।

chardike-ad

ফরাসী ইউনিয়ন অফ ইসলামিক অর্গানাইজেশনের বার্ষিক এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন।

রাজধানী প্যারিসে শার্লি এব্দোর ওপর ইসলামপন্থীদের হামলায় দশজনেরও বেশি কার্টুনিস্ট নিহত হওয়ার পর স্থানীয় মুসলিমদের ওপর চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

ফরাসী সরকারের পরিসংখ্যান অনুসারে দেশটিতে মুসলমানের সংখ্যা ৫০ থেকে ৬০ লাখের মতো। পশ্চিম ইউরোপের যেকোনো দেশের চাইতে ফ্রান্সে মুসলমানের সংখ্যা সবচে বেশি।