Search
Close this search box.
Search
Close this search box.

২৭০০ টাকা বিমান ভাড়ায় দেশের যে কোন স্থানে

bangladesh bimanআকাশ পথে ভ্রমণ মানেই আকাশ ছোঁয়া ভাড়া-এই ধারনা এবার বদলে যাবে। অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ রুট চালু উপলক্ষে ট্যাক্সসহ মাত্র ২৭০০ টাকা ভাড়া অফার করেছে। সব রুটেই এক ভাড়া। প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর এমই আকর্ষণীয় অফার নিয়ে অভ্যন্তরীণ রুটে ফিরছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সঙ্গে ৫টি অভ্যন্তরীণ রুটে এক সঙ্গে ডানা মেলবে বিমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বেশ ঘটা করেই বিমানের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের উদ্বোধন করা হবে বলে যানা গেছে।

তবে বিমানের এই বিশেষ অফারের টিকেট এপ্রিল মাসের মধ্যে কিনতে হবে এবং আগামী ১৫ থেকে ৩০ জুনের মধ্যে ভ্রমণ করতে হবে।
এ প্রসংঙ্গে বিমানের এক কর্মকর্তা বলেন, ‘এই অফার শেষ হয়ে গেলেও রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের ভাড়া যেকোনো এয়ারলাইন্সের তুলনায় অনেক কম থাকবে’।
অন্যদিকে বেসরকারি এয়ারলাইন্স এপিক এয়ারের (শিগগিরই যাত্রা শুরু করবে) প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ অভ্যন্তরীণ রুটে বিমানের যাত্রা স্বাগত জানিয়ে  বলেন, ‘এটি নি:সন্দেহে বিমান চলাচল খাতের জন্য ভালো খবর। এতে করে যাত্রীদের সামনে আরো একটি এয়ারলাইন্সে যাত্রার সুযোগ খুলে গেল। ফলে যাত্রীরা ইচ্ছেমতো এয়ারলাইন্স পছন্দ করতে পারবেন’। তাদের সামনে আরো বেশি বিকল্প তৈরি হলো।

chardike-ad

ফ্লাইট চালাতে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স ৭৪ আসনের ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজ লিজ নিয়েছে ইজিপ্ট এয়ার থেকে। এরই মধ্যে উড়োজাহাজ দুটি ঢাকা এসে পৌঁছেছে।

ফ্লাইটসূচি:
সপ্তাহে ঢাকা-কক্সবাজার রুটে ৬টি ফ্লাইট,
ঢাকা-যশোরে ৫টি,
ঢাকা-রাজশাহীতে তিনটি,
ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-বরিশালে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স।
এর বাইরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটে সপ্তাহে ২৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনার রয়েছে।
পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটে কানেক্টিং ফ্লাইট যথারীতি চালু থাকবে।