Search
Close this search box.
Search
Close this search box.

এখন থেকে অনলাইনেও দেখা যাবে এইচবিও

hboসিনেমা দেখার জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এইচবিও এখন থেকে অনলাইনে দেখা যাবে। অনলাইনে এইচবিও দেখার এই সুবিধা কেবলমাত্র অ্যাপল টিভি, আইফোন, আইপ্যাড এবং আইপ্যাড টাচে পাওয়া যাবে।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচবিও জানিয়েছে, যারা স্যাটেলাইটের মাধ্যমে এইচবিও দেখতে চায় না তারা ডেস্টটপেও এইচবিও চ্যানেল দেখতে পারবেন। এজন্য কিছু নিয়মনীতি অনুসরণ করতে হবে। বর্তমানে এই সুবিধা কেবলমাত্র অ্যাপলের ডিভাইসে পাওয়া যাচ্ছে।

chardike-ad

ক্যাবল ভিশন নামের একটি প্রতিষ্ঠান তাদের ইন্টারনেট ভিত্তিক গ্রাহকদের জন্য এই সুবিধা চালু করেছে। এজন্য গ্রাহকদের মাসে ১৫ ডলার গুনতে হবে।

এই সেবার মাধ্যমে এইচবিও’র নতুন নতুন সিনেমা উপভোগ করা যাবে। শোনা যাচ্ছে মোবাইলে এইচবিও চ্যানেল দেখার জন্য খুব শিগগিরই অ্যানড্রয়েড অ্যাপস আসছে।