শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১১ এপ্রিল ২০১৫, ১১:৩৯ অপরাহ্ন
শেয়ার

আবারও টেস্ট অলরাউন্ডারের শীর্ষে সাকিব


Sakibআবারও টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। শুক্রবার প্রকাশিত আইসিসি র‌্যাংকিংয়ে এক নম্বরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে টেস্টে শীর্ষ দশ বোলারের মধ্যে নেই সাকিব।

শীর্ষে থাকা সাকিবের পয়েন্ট ৩৯৮। এর আগে তার সর্বোচ্চ পয়েন্ট ছিল ৪১৯। ৩৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ভারলন ফিল্যান্ডার।

এদিকে সাকিবকে টপকে টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান দখলকারী ভারতের রবিচন্দন অশ্বিন আছেন এখন তিন নম্বরে। তার পয়েন্ট ৩১৮। চারে আছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। ইংলিশ তারকার পয়েন্ট ২৯৬। পাঁচে আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য মিচেল জনসন। তার পয়েন্ট ২৯১।