Search
Close this search box.
Search
Close this search box.

৩ রেকর্ডের ম্যাচ

tamim-musfiqক্রিকেট বিধাতা যেন আজ দু হাত ভরেই দিবে বাংলাদেশকে! প্রথম ইনিংসের শুরুতে ধীরগতিতে রানের চাকা আগালেও তা পরেই পেয়েছে বজ্রগতি। সে সুবাদে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এদিন আরো দুটি নতুন রেকর্ডও গড়ে টাইগাররা।

এই মিরপুরে ৩২৯ রান সংগ্রহ করার পূর্বে ৩২৬ রানের ইনিংস ছিল পাকিস্তানের সঙ্গেই। তামিম ইকবাল ও মুশিফিকুর রহীমের সেঞ্চুরির ওপর ভর করে এ বিশাল সংগ্রহ পেয়েছে টাইগাররা। দেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবারের মতো ২জন বাংলাদেশি ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন। তবে তামিম ইকবালের অনবদ্য ১৩২, আর মুশফিকুর রহিমের অনন্য ১০৬ রানের ইনিংস খেলার পথে উভয়ই পেয়েছেন একটি করে জীবন।

chardike-ad

শুধু তাই নয়- তামিম ও মুশফিকের জুটিতে আসা ১৭৮ রান বাংলাদেশের তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।