Search
Close this search box.
Search
Close this search box.

ভুল-ত্রুটি কম হলে কালও জিতব : মাশরাফি

masrafe

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, গতকালের ম্যাচের মতো ভুল-ত্রুটি কম হলে আমরা আগামীকালের ম্যাচেও জিতব। আজ শনিবার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

chardike-ad

১৬ বছর পর গতকাল পাকিস্তান দলকে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতেই জয় পেয়েছে তারা। তবে দলের হয়ে খেলতে পারেননি তিনি। বিশ্বকাপের এক ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি। ফলে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ারডে ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান।

দলের সাথে মাঠে না থাকলেও পাশেই ছিলেন মাশরাফি। তামিমের শতকের পর অভিনন্দন জানিয়েছেন মাঠে এসে। আজ সংবাদ সম্মেলনে ম্যাচ সম্পর্কে এই টাইগার অধিনায়ক বলেন, ‘গতকালের ম্যাচটা অলমোস্ট পারফেক্ট ছিল। ত্রুটি বলতে তেমন কিছু ছিল না।’

আগামীকালের দ্বিতীয় ওয়ানডে সম্পর্কে তিনি বলেন, ‘কালকের ম্যাচের মতো ভুল-ত্রুটি কম হলে আগামীকালেও আমরা জিতব।’ তামিমের সেঞ্চুরির ব্যাপারে মাশরাফি বলেন, ‘তামিমের রান করা সময়ের ব্যাপার ছিল। ও যেভাবে নেট প্র্যাক্টিস করেছে, মনে হয়েছে রান পাওয়া সময়ের ব্যাপার। আলহামদুলিল্লাহ, ও ফর্মে এসেছে। দোয়া করবেন তামিম যেন ফর্মে থাকেত পারে।’

এছাড়া ম্যাচ অব দ্য ম্যাচ হওয়া মুশফিকুর রহিমকে ‘রান মেশিন’ বলে উল্লেখ করেছেন।