শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৪ এপ্রিল ২০১৫, ২:১৩ অপরাহ্ন
শেয়ার

বিসিকে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টঃ ১০ দলের নাম ঘোষণা


বাংলাদেশ উৎসব ২০১৫ উপলক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া (বিসিকে) কর্তৃক আয়োজিত বিসিকে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ দলের নাম ঘোষণা করা হয়েছে। বিভিন্ন যাচাই বাছাইয়ের পর বিসিকে কর্তৃপক্ষ নিম্নলিখিত দলের খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে।

আগামি রবিবার ২৬ এপ্রিল আনসানের দু’টি মাঠে টুর্নামেন্টের প্রথম রাউন্ড শুরু হতে যাচ্ছে। নক-আউট পর্বের মাধ্যমে চুড়ান্তভাবে বিজয়ী দলকে আগামি ১৭ মে ২০১৫ বাংলাদেশ উৎসবের দিন পুরস্কৃত করা হবে বলে বিসিকে কর্তৃপক্ষ জানিয়েছে।

bckবিসিকে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০ দলে খেলোয়াড়দের নামের তালিকাঃ

১। গুয়াংজু ক্রিকেট ক্লাব

সজীব আহমেদ (অধিনায়ক), ইব্রাহীম আলী, অপু, রশিদ, রনি, মমিন খান, ইমরান, আমিনূল, আশরাফুল, নিপুন, আরিফ, নাজমুল,  আসাদ,  জালাল এবং  রুবেল

২। পাজু ক্রিকেট টিম

মোশারফ হোসাইন (অধিনায়ক), জোবায়ের হোসাইন, মোঃ হাসান, মোঃ মোহসীন, শহীদ হোসাইন , এইচ মামুন ,  মনির আহমেদ ,  নাদিম , আজহার আলী , মুন্না আরিফ ,  আনিছুর রহমান ,  তাইজুল ইসলাম , সুফিয়ান বাট , শাহজাহান এবং সুমন।

৩। শিওয়া বেঙ্গল টাইগার্স

মোঃ কালাম (অধিনায়ক), রতন ,  আতিকুর রহমান ,  রিয়াজ ,  পরিমল ,  স্বাধীন , কৌশিক , আহমেদ ,  আল-আমিন ,  নাসির , সোবহান ,  শ্যমল ,  ফিরোজ,  লিটন এবং  আমিনূল ,

৪। ওইদো নবাংকুর ক্রিকেট টিম

শান্ত শেখ (অধিনায়ক ), জিয়া , এনায়েত হোসাইন ,  ফায়েজুর রহমান ,  শামছুল আলম , আরিফ ইসলাম ,  আলবার্ট হাসান ,  আরাফ আল-সাঈদ ,  সজল ,  আল-আমিন , রিয়াজ,  মৃদুল , আকতার হোসাইন , কাইয়ূম শেখ এবং  বিলাশ বিশু

৫। শিওয়া টাইগার্স

ফখরুল ইসলাম (অধিনায়ক) , মেহেদী হাসান ,  হাসিবুর রহমান ,  রাম দে, ইসমাত বাদশা ,  মিতুল , ঈসা আলী ,  নূর নবী ,  বাপ্পী খান ,  দিপু ,  জাহিদুল ইসলাম ,  সাজু খান ,  জাবের,  রাজু শেখ এবং বান্না

৬। আল-কোরিয়া এক্সপ্রেস

মুকুল, সোহাগ , সাইফুল ,  ফয়েজ , সুজন , শফিক (অধিনায়ক), রাকিব , রিফাতুল ,  মুহিত , শাওন ,  আবেদ ,  ফারুক ,  হাসান, মিলন এবং  হাবিল।

৭। মাসক ক্রিকেট টিম

রুবেল, জনি, আলমগীর, লিটন, সোহেল, রবিন, মিলন, কাউছার, সাকিল, রুমেল, শাহীন, জাহিদ, ইকবাল, রাকিব এবং রবিন শেখ।

৮। সউল ডমিনেটর্স

মামুন আহমেদ (অধিনায়ক), মোহাম্মাদ রাব্বী (সহ-আধিনায়ক), মশিউর রহমান, নাঈম ইসলাম, জনি কিবরিয়া, রুবেল শিকদার, নাঈম ইসলাম, মোঃ মাহবুবুল্লাহ, মিজানুর রহমান, ইকবাল হোসাইন, সালমান রবি, মোহাম্মাদ আন্না এবং  শিশির করিম।

৯। কিং অব সঙ্গুরী

শরিফুল (অধিনায়ক), শফিক, জনি,  আল-আমীন,  নজরুল,  হেলাল ,  রুবেল রেজা , লিখন , অরুপ,  হারুন , হৃদয় , মামুন,  রাসেল ,  আলী এবং মাহফুজ,

১০। দূরন্ত আনসান একাদশ

শাহীন সিদ্দিক (অধিনায়ক), সোহাগ , তোফাজ্জল ,  মাসুদ,  বিল্লাল , নিবিড়,  শরমা,  সুজন ,  হানিফ,  ইমাম, শাহীন(২) এবং  আলম।