Search
Close this search box.
Search
Close this search box.

জব্বারের বলী খেলায় এবারও চ্যাম্পিয়ন কক্সবাজারের দিদার

Boli-khelaচট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় এবারও চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের দিদার বলী। ঐতিহ্যবাহী এই খেলায় ১৩ বার অংশ নিয়ে ১২ বারই চ্যাম্পিয়ন হলেন তিনি।

শনিবার চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘীর ময়দানে বলী খেলার ১০৬তম আসর অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানে ব্রাম্মনবাড়িয়ার অলি হোসেন বলীকে হারিয়ে শিরোপা মুকুট পরেন দিদার।

chardike-ad

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সৈকত আলম বাদল বলেন, প্রতিবছরের মতো এ বছরই বলি খেলায় চ্যাম্পিয়নকে ১৫ হাজার ও রানারআপকে ১০ হাজার টাকা এবং উভয়কে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়া এ খেলায় অংশ নেওয়া প্রত্যেকেও একটি করে ক্রেস্ট দেওয়া হয়েছে।

তিনি বলেন, জব্বারের বলি খেলা সবার জন্য উন্মুক্ত রাখা হয়। এবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ থেকে ৮০ বছর বয়সী ৭২ বলী (কুস্তি খেলোয়ার) এ খেলায় অংশ নেয়।

এক শতাব্দিরও বেশি সময় ধরে চলে আসা জব্বারের বলী খেলা চট্টগ্রামসহ পুরো দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের যুব সমাজকে ঐক্যবদ্ধ ও শারীরিকভাবে সক্ষম করে তুলতে বলী খেলার সূচনা হয় ১৯০৯ সালে।

আন্দোলনের কৌশলী সংগঠক চট্টগ্রাম নগরীর বদরপাতি এলাকার সওদাগর আব্দুল জব্বার এ বলী খেলার আয়োজন করেন। তারপর থেকে ধীরে ধীরে জব্বার মিয়ার বলী খেলা ও বৈশাখী মেলা দেশীয় সংস্কৃতির অন্যতম ধারক বাহকে পরিণত হয়েছে।