Search
Close this search box.
Search
Close this search box.

নেপালে ফের ভূমিকম্প

earthquakeনেপালে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ সময় শনিবার বেলা ১১টা ৩৫ মিনিটে ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।

এর উৎপত্তি স্থল ছিল দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.০।

chardike-ad

তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, গত ২৫ এপ্রিল শনিবার আঘাত হানা ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬,৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের আর কারও জীবিত থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির সরকার।

নেপালের ওই ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডু ও এর আশপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকার।

জাতিসংঘের তথ্যানুযায়ী, নেপালে বসবাসকারী মানুষের সংখ্যা ২ কোটি ৮০ লাখ। সেখানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০ লাখ মানুষ। ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তত ২০ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, পানি, ওষুধ দরকার।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে, ভূমিধস ও খারাপ আবহাওয়ার কারণে নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে।