Search
Close this search box.
Search
Close this search box.

ক্রিকেটে পিছিয়ে নেই প্রবাসী বাঙালিরাও

rising-starsজাপানের মতো ব্যস্ত দেশেও প্রবাসী বাঙালিরা কাজের ফাঁকে ফাঁকে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন৷ তাঁদের সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে রাইজিং স্টার্স নামে একটি নতুন ক্রীড়া সংগঠনের মাধ্যমে৷

জাপানে উইন্টার ক্রিকেট লিগ কাপ ২০১৫ কিছুদিন আগে শেষ হয়েছে৷ এতে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশিদের খুদে ক্রিকেট দল রাইজিং ষ্টার্স৷ ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশের গৌরব জাপানের মাটিতে ক্রমাগত বৃদ্ধির পথে৷ বাঙালিদের এই দলটি পরবর্তী খেলায় অংশ নিবে জাপান কাপ ২০১৫-তে৷ দলটি প্রতি বছর ছয়টি করপোরেট সাইড টুর্নামেন্টে অংশ নেবে ৷ এ ছাড়া অন্য দেশগুলোর সঙ্গে চেষ্টা করবে প্রীতি ম্যাচে অংশ নিতে ৷

chardike-ad

গত ১৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় রাইজিং স্টার্সের উদ্যোগে টোকিওতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ভারতীয় রেস্তোরাঁ বাবু ডালিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ-বিন-মোমেন। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মাদ হাসান আরিফ, নাসেরুল হাকিম, বাদল চাকলাদার, মনি ঠাকুর ও হ‌ুমায়ূন কবির প্রমুখ৷ টোকিওপ্রবাসী অনেক বাংলাদেশি এতে সপরিবারে যোগ দেন।

উল্লেখ্য, জাপানপ্রবাসী রেজওয়ানুর কবির রাজিন কয়েকজন প্রবাসী বাংলাদেশির সহযোগিতায় রাইজিং স্টার্স ক্রীড়া সংগঠন প্রতিষ্ঠা করেন। পরে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দলটি স্থানীয় বিভিন্ন ক্রিকেট ম্যাচে নিয়মিতভাবে অংশ নিতে থাকে৷

সুত্রঃ প্রথম আলো