Search
Close this search box.
Search
Close this search box.

জয় ছাড়া কিছু ভাবছেন না মুশফিক

mushfiqueতিন ওয়ানডেতে সদাপট জয়। তারপর টি-টোয়েন্টিতেও পাকিস্তানকে হারানো এবং সেই সাফল্যের পথ ধরে খুলনায় পাকিস্তানের সব ধরনের প্রচেষ্টাকে অকার্যকর করে আনা গৌরবের ড্র, এই সুদিনে পাকিস্তানের বিপক্ষে একটা টেস্ট না জিতলে কি হয়! না হয় না। হয় না বলেই ঢাকা টেস্টে জয় ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না মুশফিকুর রহিম।

জাতীয় দলের টেস্ট অধিনায়ক ম্যাচের আগের দিন বলেন, ‘আমরা কেবল জয়ের কথাই ভাবছি। জয়ের জন্য যা যা করা দরকার, আগামী পাঁচ দিন আমরা তা করবো। আমরা চাই পাঁচদিন হার্ড ক্রিকেট খেলে ফলাফল আমাদের পক্ষে আনতে।’

chardike-ad

খুলনার মতো ড্র হবে না ঢাকায়- মনে করেন মুশফিক। তার মতে ঢাকার উইকেট ব্যাটসম্যানদের যতোটা সহায়তা দিবে, ততোটা সহায়তা দিবে বোলারদেরও। সুতরাং এখানে যারা ভালো খেলবে, ম্যাচ শেষে সফলতা থাকবে তাদেরই। এ বিষয়ে মুশফিক বলেন, ‘যদি আবহাওয়া কোনো বাধা হয়ে না আসে, তবে ঢাকার ম্যাচের ফলাফল হবে। আমরা যেমন ওদেরকে হারানোর চেষ্টা করবো, ওরাও তেমন আমাদের হারানোর চেষ্টা করবে।’

মুশফিক বলেন, ‘এই ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। আমরা চেষ্টা করবো নিজেদের সেরাটা দিয়ে খেলার।’