Search
Close this search box.
Search
Close this search box.

ব্রিটিশ পার্লামেন্টে জায়গা করে নিলেন রূপা হক

Rupa-Huqদ্বিতীয় বাংলাদেশি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে জায়গা করে নিয়েছেন ড. রূপা হক। লন্ডনের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকট থেকে নির্বাচন করেন তিনি।

৪৩ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি মোট ২২ হাজার ২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এঞ্জি বে পেয়েছেন ২১ হাজার সাতশ ২৮ ভোট।

chardike-ad

এ আসনে গতবার তিন হাজার ৭১৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন কনজারভেটিভ দলীয় প্রার্থী এঞ্জি ব্রে। ২০১০ সালের নির্বাচনে এঞ্জি ব্রে পেয়েছিলেন ১৭ হাজার ৯৪৪ ভোট। লেবার দলের প্রার্থী রূপা হক ১৪ হাজার ২২৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন।

রূপা কিংস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আদিবাড়ি পাবনায়। এর আগে লন্ডনের ইলিংবরার ডেপুটি মেয়র ছিলেন রূপা হক।