Search
Close this search box.
Search
Close this search box.

ভারত-পাকিস্তান সিরিজ ডিসেম্বরে?

pak-ind

তিন বছর পর ডিসেম্বরে হতে পারে পাকিস্তান-ভারত টেস্ট সিরিজ৷ রোবার কলকাতায় আলোচনায় বসবেন ডালমিয়া-শাহরিয়ার৷খেলা হতে পারে দুবাই বা আবু ধাবিতে৷

chardike-ad

দীর্ঘদিনের জল্পনার অবসান হবে কি শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত সিদ্ধান্তে সিলমোহর? ডিসেম্বরে কি শুরু হতে চলেছে বহু প্রতিক্ষীত পাকিস্তান-ভারত টেস্ট সিরিজ? সেই সম্ভাবনাই ক্রমশ উজ্জ্বল।

রোববারই কলকাতায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে আলোচনায় বসবেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া৷ ওই বৈঠকেই এ-নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা৷ তবে, এই সিরিজ হলে তা অনুষ্ঠিত হবে দুবাই অথবা আবু ধাবিতে৷

ভারত ও পাকিস্তানের মধ্যে শেষবার ২০১২ সালে দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল। তিনটি একদিনের ম্যাচ খেলা হয়েছিল। দু’দেশের প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০১৫ থেকে আগামী পাঁচ বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে ৮টি সিরিজ করার পরিকল্পনা করছে দুদেশের বোর্ড।

সেখানে মোট ১৪টি টেস্ট, ৩০টি একদিনের ম্যাচ ও ১২টি টি-২০ ম্যাচ হওয়ার সম্ভাবনা দু’দেশের মধ্যে৷ আগামী ডিসেম্বরে যে সিরিজ হওয়ার চিন্তাভাবনা চলছে, তাতে ৩টি টেস্ট ম্যাচ, ৫টি ওডিআই এবং ২টি টি-২০ ম্যাচ খেলবে দুই প্রতিবেশী দেশ।

পাকিস্তান-ভারত সিরিজ মানেই হাইভোল্টেজ ম্যাচ৷ চড়তে থাকা উত্তেজনার পারদ৷ বিস্ফোরক পারফরমেন্স৷ রেকর্ডের পর রেকর্ড৷ পাকিস্তান-ভারত ক্রিকেট মানেই অ্যাড্রিনালিন রাশ৷ সেই ছবিটাই কি ফিরতে চলেছে তিন বছর পর? উত্তরটা মিলতে পারে রোববার৷