Search
Close this search box.
Search
Close this search box.

মিসবাহ-আজহারদের জরিমানা

Pakistanবাংলাদেশ সফরে এসে পাকিস্তানের শুরুটা যেমন ছিল মন্দ, শেষটাও হলো তেমনই। যদিও ঢাকা টেস্টে বাংলাদেশকে ৩২৮ রানে হারিয়েছে মিসবাহ-উল-হকের দল। কিন্তু ওই ম্যাচে স্লো-ওভার রেটের কারণে দলের খেলোয়াড়দের জরিমানা গুনতে হচ্ছে। আইসিসির এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়। আর দলের অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

chardike-ad

রোববার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা টেস্টে নির্ধারিত সময়ে দুটি ওভার শেষ করতে পারেনি পাকিস্তান। এর জন্য মিসবাহ-উল হকের দলকে জরিমানা করেন ম্যাচ রেফারি জেফ ক্রো।’

উল্লেখ্য, খুলনা টেস্টে বাংলাদেশের সঙ্গে ড্র করে সন্তুষ্ট থাকে পাকিস্তান। এরপর ঢাকা টেস্টে আজহার আলীর ডাবল সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। ম্যাচটিতে ৩২৮ রানে জয় পায় পাকিস্তান। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে মিসবাহর দল।