Search
Close this search box.
Search
Close this search box.

ভারত পাকিস্তান সিরিজ বাংলাদেশে!

pak-ind

ভারতের কেন্দ্রীয় সরকারের সবুজ সঙ্কেত পেলে ডিসেম্বরেই ভারত-পাকিস্তান সিরিজ৷ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ডালমিয়ার সঙ্গে বৈঠকের পর জানালেন পিসিবি চেয়ারম্যান৷ পাকিস্তানের হোম ভেন্যু হতে আগ্রহী বাংলাদেশও৷

chardike-ad

সৌহার্দ্যের আবহে বৈঠক৷ সৌহার্দ্যের আবহেই জট কাটার ইঙ্গিত৷ ভারত-পাক ক্রিকেটিয় দৌত্যে কি ফের আশার আলো? অপেক্ষা শুধু কেন্দ্রের সবুজ সঙ্কেতের৷ তা মিলে গেলে ডিসেম্বরেই হতে পারে ভারত-পাকিস্তান সিরিজ৷

বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সঙ্গে বৈঠকের পর একথাই জানালেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান৷ আলিপুরে এদিন বোর্ড প্রেসিডেন্টের বাড়িতে সস্ত্রীক পিসিবি চেয়ারম্যান৷ পুরোন বন্ধুর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকজুড়ে ভারত-পাক সিরিজ৷ অ্যাশেজের থেকেও বেশি জনপ্রিয় ভারত-পাক ক্রিকেট ম্যাচ, দাবি শাহরিয়ারের৷

পাশাপাশি, ভারত-পাক সিরিজ আয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশও৷ পাকিস্তানের হোমগ্রাউন্ড হিসেবে ভারত-পাক সিরিজ আয়োজন করতে চায় ওপার বাংলার ক্রিকেট বোর্ডও৷

দু’দেশের মধ্যে চুক্তি অনুযায়ী, ৮ বছরে ভারত-পাকিস্তানের ৫ টি সিরিজ খেলার কথা৷ ডিসেম্বরের ৩ টি টেস্ট, ৫ টি একদিনের ম্যাচ ও ২ টি টি-২০ ম্যাচ খেলার কথা৷ জগমোহন ডালমিয়া ও শাহরিয়ার খান৷ দু’জনে ভারত ও পাক-ক্রিকেট বোর্ডের প্রধান থাকাকালীন ২০০৪ সালে পাক-সফরে যায় ভারত৷ মোট তিনটি সিরিজ খেলে দু’দেশ৷

তারপর, পিসিবির চেয়ারম্যান হওয়ার পর এই প্রথম ডালমিয়ার সঙ্গে সাক্ষাত৷ এবং তা রীতিমত সফল, দাবি শাহরিয়ারের৷ রবিবারই কলকাতা থেকে দিল্লি রওনা দিলেন পিসিবি চিফ৷ রাজধানীতে তিনি বৈঠক করতে পারেন বোর্ড সচিব অনুরাগ ঠাকুরের সঙ্গে৷

সুত্রঃ নয়া দিগন্ত