বুধবার । জুলাই ৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক তথ্যপ্রযুক্তি ১২ মে ২০১৫, ১২:৪৯ অপরাহ্ন
শেয়ার

রোগীদের ওষুধ খাওয়াবে রোবট


robotরোগীকে ওষুধ খাওয়ানোর বেলায় অনেক সময় যেসব ভুল হয়ে থাকে তাতে মস্ত বড় ক্ষতি হয়ে যেতে পারে রোগীর। এসব সম্পূর্ণ কাটিয়ে উঠতে রোবটের ব্যবহার করছে ডাক্তাররা।

সম্প্রতি নরওয়ের একটি হাসপাতাল বলছে, রোগীকে ওষুধ দেবার ক্ষেত্রে তারা একটি নতুন ব্যবস্থা উদ্ভাবন করেছে। এতে রোবট রোগীদের ওষুধ খাওয়াবে।

হাসপাতালে ভর্তি একজন রোগীর নিয়মিত ঔষধ দেয়ার বিষয়টি ব্যবস্থাপনা করবে রোবট, যার মাধ্যমে জটিল কাজটি নির্ভুলভাবে সম্পন্ন হবে।