Search
Close this search box.
Search
Close this search box.

আত্মহত্যার চেষ্টাকারীকে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে ফেললেন পথচারী (ভিডিও)

suisideঘটনাটি চীনের গুয়াংডং প্রদেশের। ঋণের ভারে জর্জরিত চেন ফুকাও আত্মহত্যার জন্য চড়ে বসেন ব্রিজে। সেখান থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার পরিকল্পনা।

খবর পেয়ে সেখানে জড়ো হয় নিরাপত্তাকর্মীরা। আয়োজন চলে চেনকে রক্ষার। কিন্তু কোন অনুরোধই কানে তুলছিল না সে। অগত্যা ক্ষুব্ধ হয়ে ওঠেন লাই জিয়ানসেং। ৬৬ বছর বয়সী জিয়ানসেং সৈনিক ছিলেন অবসরের আগে। তরতর করে ব্রিজে উঠে যান তিনি এই বয়সেও।

chardike-ad

হ্যান্ডশেক করার অজুহাতে এগিয়ে যান আত্মহত্যাকারী চেনের কাছে। হাত বাড়িয়ে হ্যাণ্ডশেকও করেন দুজন। তারপরই আচমকা ধাক্কা দিয়ে ফেলে দেন চেনকে। মোটেই এ রকম পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না সে। ব্রিজ থেকে সে পড়ে যায় আট মিটার নিচে।

ভাগ্য ভালো নিরাপত্তাকর্মীরা নিচে বাতাস ভর্তি ব্যাগ বিছাচ্ছিলেন তাকে রক্ষার জন্য। যদিও তখনও পুরোপুরি বিছানো হয়নি নিরাপত্তা ব্যাগ, তবু প্রাণে বেঁচে যান চেন। যদিও সামান্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। আর মামলা করা হয়েছে দুজনের বিরুদ্ধেই। চেনের বিরুদ্ধে অভিযোগ শৃঙ্খলা ভঙ্গের। আর লাই অভিযুক্ত হয়েছেন ইচ্ছাকৃত একজনকে আহত করার দায়ে।

সূত্র : বিবিসি

ভিডিওঃ