রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৮ মে ২০১৫, ৪:১৬ অপরাহ্ন
শেয়ার

মাঠেই যুবরাজকে পেটালেন গেইল!


gail-yuvrajচেহারাতেই অনেকটা তার গুন্ডা গুন্ডা ভাব, ব্যাটিংয়েও তার আক্রমণাত্মক আচরণ সব সময়েই। ক্রিস গেইলের ব্যাটিং তাণ্ডবে মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে কোন দলের জয়ের স্বপ্ন। এবার ক্রিকেট মাঠেই বিপক্ষ দলের ক্রিকেটার যুবরাজ সিংকে মারতে গেলেন ক্রিস গেইল।

আপাতদৃষ্টিতে মনে হবে এমনটাই কিন্তু আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু এবং দিল্লি ডেয়ার ডেভিলসের মধ্যকার খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়ার পর মাঠেই যুবরাজকে মারার ভান করে মশকরা করেন গেইল। বিনোদন দানে ক্রিস গেইলের জুড়ি নেই।