Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশ সফরে ভারতের অধিনায়ক রোহিত!

kohli-shormaভারতীয় ক্রিকেটে টেস্টে সম্ভব্য অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা! আসন্ন বাংলাদেশ সফরে বিশ্রাম নেবেন বিরাট কোহলি৷ ফলে ১০ জুন থেকে ফাতুল্লাহ শুরু হতে চলা বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে ভারতের নেতৃত্ব দিতে যাচ্ছে রোহিত শর্মার৷

বুধবার মুম্বইয়ে বিসিসিআই-এর সদর দফতর ক্রিকেট সেন্টারে বাংলাদেশ সফরের দল বেছে নেবে সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি৷ বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিন ওয়ানডে সিরিজ খেলবে ভারত৷ বুধবার দুপুর ১২ টেস্ট ও ওয়ান ডে সিরিজের দল বাছবেন ভারতীয় বোর্ড৷

chardike-ad

বোর্ড সূত্রের খবর, টানা ম্যাচ খেলার জন্য বোর্ডের কাছে বিশ্রামের আবেদন জানিয়েছেন কয়েকজন সিনিয়র ক্রিকেটার৷ বিশ্রাম দেয়া হতে পারে টেস্ট অধিনায়ক বিরাট কোহলি, ওয়ান ডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়নাকে৷ সচিব অনুরাগ ঠাকুরের সঙ্গে এ ব্যাপারে কথাও হয়েছে বিরাটের৷

অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের মাঝ পথে পাঁচ দিনের ক্রিকেট থেকে অবসর নেন ধোনি৷ এর পর টেস্টে কোহলির হাতেই নেতৃত্বভার তুলে দেয় নির্বাচক কমিটি৷ ফলে বাংলাদেশ সফরে একমাত্র টেস্টে কোহলি বিশ্রাম নেয়ায় রোহিত শর্মাকে নেতা হিসেবে বেছে নিতে চাইছেন জাতীয় নির্বাচকরা৷ আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সকে দারুণ ভাবে নেতৃত্ব দেওয়া রোহিতে ভরসা রাখতে চাইছে পাতিল অ্যান্ড কোং৷ বাংলাদশে সফরে এক মাত্র টেস্টটি হবে ১০ জুন৷ তিন ওয়ান ডে সিরিজের ম্যাচ গুলি হবে মিরপুরে ১৮, ২১ ও ২৪ জুন৷ বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে চলেছে ভারত৷