Search
Close this search box.
Search
Close this search box.

এবার টিভিও ভাঁজ করা যাবে

wallpaper-tvএটাই বোধ হয় বাকি ছিল! LED টিভি বাজারে আসার পর টিভি আর ঘরের একটা বড় জায়গা জুড়ে থাকে না। দিব্য ঝোলে দেওয়ালে। কিন্তু এতেও মানুষ সন্তুষ্ট নয়। তাই এবার এল ওয়ালপেপার টিভি। দেখার সময় শুধু দেওয়ালে টাঙিয়ে দিলেই হলো। আবার প্রয়োজন হলে ক্যালেন্ডারের মতো ভাঁজ করে রাখাও সম্ভব।

খুব শিগগিরই LG বাজারে আনতে চলেছে OLED টিভি। ৫৫ ইঞ্চির স্ক্রিন মাত্র ১ মিলিমিটার পুরু। কোরিয়ায় সম্প্রতি এই অত্যাধুনিক টিভির ডিসপ্লে করেছে সংস্থাটি।

chardike-ad

এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, দেখার সময় এই টিভি শুধু দেওয়ালে সেঁটে দিলেই হবে। আবার প্রয়োজন হলে কাগজের মতোই মুড়িয়ে রাখা যাবে এই টিভি।

ব্যবহার প্রণালী সম্পর্কে এলজি জানিয়েছে, কাগজের পোস্টারের মতো দেখতে এই টিভির সঙ্গে দেওয়া হবে একটি চুম্বক ম্যাট। সেই ম্যাট দেওয়ালে লাগিয়ে তার উপর সেঁটে দিতে হবে টিভির স্ক্রিন। দেখা হয়ে গেলে, স্ক্রিনটি তুলে নিয়ে মুড়িয়ে রেখে দেওয়া যাবে।

সংস্থাটির তরফ থেকে আরও জানানো হয়, চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিক থেকেই প্রযুক্তি বাজারে পরীক্ষামূলক ছাড়া হবে এই টিভি। চাহিদা ও জনপ্রিয়তা দেখে পরবর্তী পরিকল্পনা করা হবে।