সোমবার । জুলাই ১৪, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৪ মে ২০১৫, ৮:৩১ পূর্বাহ্ন
শেয়ার

মুসলিম সৈন্যদের জন্য ইমাম নিয়োগ দেবে জার্মান


Gerrmanমুসলিম সৈনিকদের জন্য জার্মান সেনাবাহিনী প্রথমবারের মতো ইমাম নিয়োগের পরিকল্পনা করছে। স্থানীয় মিডিয়া শনিবার এ খবর জানিয়েছে।

জার্মান সেনাবাহিনীতে প্রায় ১,৬০০ মুসলিম সৈনিক রয়েছে।

জার্মান সেনাবাহিনীর এক মুখপাত্র বিল্ড সংবাদপত্রকে বলেন, ‘জার্মানিতে ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্মে পরিণত হয়েছে। আমাদের মুসলিম সৈনিকদের জন্য নিজস্ব ইমাম নিয়োগ করা সম্ভব কিনা তা নিয়ে আমরা ভাবছি।’

পত্রিকাটি জানায়, জার্মান সেনাবাহিনী পশ্চিমাঞ্চলীয় নগরী কোবলেঞ্জে নিজস্ব ধর্মীয় পরিষেবা কেন্দ্রের শাখা স্থাপানের সিদ্ধান্ত নিয়েছে।

১৯৬০-এর দশক থেকে ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট চার্চগুলো জার্মান সেনাবাহিনীর জন্য ধর্মীয় নির্দেশনা দিয়ে আসছে।
বর্তমানে ফ্রান্সের পর জার্মানিই হলো পশ্চিম ইউরোপের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর বাস। দেশটির ৪০ লাখ মুসলমানের মধ্যে ৩০ লাখ তুর্কি বংশোদ্ভূত।

সূত্র : ডেইলি সাবাহ।