Search
Close this search box.
Search
Close this search box.

পাঠ্যপুস্তকে দকদো নিয়ে জাপানের দাবির প্রতিবাদ কোরিয়ার

অনলাইন প্রতিবেদক, ২৭ মার্চ, ২০১৩:

দক্ষিণ কোরিয়ার একেবারে পূর্বাঞ্চল ঘেঁষে অবস্থিত দকদোর দ্বীপগুলোকে জাপানের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হয়েছে দেশটির উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে। জাপান সরকার কর্তৃক এই ভুল তথ্য অনুমোদনের কড়া প্রতিবাদ জানিয়েছে সিউল। মঙ্গলবার সিউলে নিযুক্ত জাপানী দূতাবাসের উপ কমিশনার কুরাই তাকাশিকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়। প্রতিবাদপত্রে যত শীঘ্র সম্ভব পাঠ্যপুস্তকের এই ভুল সংশোধনের জন্য জাপান সরকারের কাছে দাবী জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়া ও জাপানকে বিভক্তকারী জলভাগে অবস্থিত এবং কোরিয়ার নিকটবর্তী দকদো দ্বীপপুঞ্জ নিয়ে উভয় দেশের মধ্যে দীর্ঘদিন যাবত উত্তেজনা বিরাজ করছে। দ্বীপপুঞ্জটি বর্তমানে পুলিশ তত্ত্বাবধানে কোরিয়া সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

chardike-ad

উল্লেখ্য, প্রতি বছরই জাপানী পাঠ্যপুস্তকগুলোতে দকদো দ্বীপপুঞ্জকে জাপানের অন্তর্ভুক্ত বলে দাবী করা হচ্ছে। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার অসন্তোষ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়াকেও খুব একটা আমলে নিচ্ছে না জাপান সরকার।