Search
Close this search box.
Search
Close this search box.

দাম বাড়ছে সিগারেটের!

cigaretteআবারো বাড়ছে সিগারেটের দাম। সংশ্লিষ্ট সূত্র বলছে, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আবারো সিগারেটের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছেন। ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এমনটি সিদ্ধান্ত নিয়েছেন মুহিত। আগামী ৪ জুনের বাজেট বক্তৃতায় তিনি শুল্প আরোপের কথা ঘোষণা দেবেন। ফলে দেশের বাজারে সব ব্র্যান্ডের সিগারেটের দাম আরেক দফা বাড়তে যাচ্ছে।

কম দামি, বেশি দামি সব ব্র্যান্ডের সিগারেটের ওপর শুল্ক কর হার বাড়তে পারে। দেশের তামাক বিরোধি সংগঠনগুলো সিগারেটের দাম দ্বিগুণ করার দাবি জানিয়েছে।

chardike-ad

সূত্র বলছে, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে চাপে আছেন অর্থমন্ত্রী। বাড়তি সম্পদ আহরণে সে জন্য নতুন বাজেটে করের আওতা বাড়ানোর বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। বিশেষ করে আয়কর ও স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন করের (ভ্যাট) পরিধি বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।