মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৮ মার্চ ২০১৩, ১০:০৬ অপরাহ্ন
শেয়ার

৬০ বছর পরে দেখা


অনলাইন প্রতিবেদক, ২৮ মার্চ, ২০১৩:

৬০ বছর পরে দেখা হতে যাচ্ছে মার্কিন সেনা ডা. রিচার্ড ক্যাডোয়ালাদার এবং কোরিয়ান কিম ইয়ন সুনের। মার্কিন সেনা রিচার্ড এসেছিলেন কোরিয়া যুদ্ধের সময় ১৯৫০ সালে। যুদ্ধ চলাকালীন সময়ে ১৯৫৩ সালে কোরিয়ান কিশোরী কিম আগুনে পুড়ার পর মার্কিন সেনা ডা.রিচার্ড তার চিকিৎসা করেছিলেন।

১৯৫৩ সালে রিচার্ড এবং কিম

রিচার্ড এবং কিমের বর্তমান ছবি

সম্প্রতি ডা.রিচার্ড কোরিয়ান সরকারের কাছে কিমের খোঁজ চেয়েছিলেন। অবশেষে পাওয়া গেছে কিমকে। এপ্রিলের ১ তারিখ সিউলের একটি হোটেলে দেখা হবে তাদের।