cosmetics-ad

টাইগারদের নিয়ে রবির থিম সং

Bangladesh-Cricket-Team

আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজে টাইগারদের অনুপ্রাণিত করতে নতুন থিম সং তৈরি করলো মোবাইল অপারেটর রবি। `দম দমাদম দমামা বেজেছে` শিরোনামে গানটি গেয়েছেন জনপ্রিয় গায়ক মিলন মাহমুদ আর সুর করেছেন হাবিব ওয়াহিদ।

এর আগে `টপ অপ মাইন্ড` এর কাছ থেকে আগামী দুই বছরের জন্য বাংলাদেশের ক্রিকেট দলের নতুন স্পন্সারশিপ কিনে নেয় বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি।

উল্লেখ্য ১০ জুন প্রথম টেস্ট শুরু হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। আর তিনটি ওয়ানডে হবে ১৮, ২১ ও ২৪ জুন। ওয়ানডে প্রতিটি ম্যাচ দিবারাত্রির।

তো চলুন দেখে নেয়া যাক থিম সং