cosmetics-ad

টাকার লোভে খেলছে বাংলাদেশ?

cricket
প্রথমবারের মতো জুন মাসে বাংলাদেশে টেস্ট আয়োজন। ফলাফল, বৃষ্টির তোপে টেস্ট প্রায় যায় যায়! জেনেশুনে কেন এই সময়ে টেস্ট ম্যাচ আয়োজন করলো বাংলাদেশ? ক্রিকইনফো ও ভারতীয় বাংলা পত্রিকার খবরে উঠে এসেছে বেশকিছু তথ্য। ভারতের বিপক্ষেব নাকি টাকার জন্যেই খেলছে স্বাগতিকরা।

তৃতীয় দিনের খেলা শেষে ক্রিকইনফোর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পুরনো এফটিপির সূচীতে থাকার কারণেই আয়োজন করতে হয়েছে ফতুল্লা টেস্ট। বাংলাদেশ দলকেও খেলতে হচ্ছে, ভারতকেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) থেকে এমনটাই জানানো হয়েছে।

এমনকি টিম ইন্ডিয়ার প্রশাসনিক ম্যানেজার বিশ্বরূপ দেও জানালেন ক্রীড়াসূচীর কথা।

ওদিকে কলকাতার ‘এইসময়’ পত্রিকাতে বলা হচ্ছে, টাকার জন্য বর্ষাকালে টেস্ট আয়োজন করেছে বাংলাদেশ। তারা জানাচ্ছে, ভারতের বিপক্ষে খেললেই টিভি সত্ত্ব ও স্পন্সর ভালো পাওয়া যায়, এই কারণেই কোহলিদের বিপক্ষে খেলা।

তবে ভারতীয় গণমাধ্যমগুলো যখন বাংলাদেশ দলকে নিয়ে অপপ্রচারে উঠে পড়ে লেগেছে, ততক্ষণে ছয় উইকেট হারিয়ে বসেছে কোহলিরা। টেস্ট না হোক, সাকিবরা হয়তো পাখির চোখ করে রেখেছেন ওয়ানডের দিকেই।