Search
Close this search box.
Search
Close this search box.

আইসক্রিমের দাম যখন ২০ লাখ টাকা

ice-cremeএকটা আইসক্রিমের দাম আনুমানিক ১০০ থেকে ৫০০ টাকা হতে পারে বলেই আমরা মনে করি। কিন্তু  তার দাম যদি হয় ২৫ হাজার ডলার, তাহলে চোখ কপালে উঠারই কথা!

দুবাইয়ের স্কুপি ক্যাফে নামের একটি আইসক্রিম পার্লারেই বিক্রি হয় বিশ্বের সবথেকে দামি এই আইসক্রিম। ওই দামকে বাংলাদেশি টাকায় রূপান্তর করলে দাঁড়ায় ২০ লাখ টাকা। সেরেন্ডিপিডি তিন ফ্রোজেন হট চকোলেট আইসক্রিম সানডি। যার মূল্য ২৫ হাজার ডলার। গিনিজ বুকের রেকর্ড অনুযায়ী এটিই বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম। যদিও আইসক্রিমের সঙ্গে রয়েছে ১৮ ক্যারেট সোনা ও হিরের ব্রেসলেট ও একটি সোনার চামচ।

chardike-ad

স্কুপির ‘ব্ল্যাক ডায়মণ্ড’ও একেবারেই মাদাগাস্তার ভ্যানিলা বিন আইসক্রিম দিয়েই তৈরি। তবে এর টপিংসেই লুকিয়ে এর আসল দাস। এতে দেওয়া রয়েছে ইটালিয়ান ফ্রুফলস ও দূর্লভ অ্যাম্ব্রোসিয়াল ইটালিয়ান কেশর। যার এক আউন্সের দাম প্রায় ১০০ ডলার। এছাড়াও ২৩ ক্যারেটের গোল্ড ফ্লেকও ব্যবহার করা হয়েছে এই আইসক্রিমে।