Search
Close this search box.
Search
Close this search box.

বিমানের চাকায় লুকিয়ে ৬ হাজার মাইল, অতঃপর…!

bimanজোহান্সবার্গ থেকে লন্ডনে এসে পৌঁছাল ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটি। মাঝাখানে পাড়ি দিয়েছে ৬ হাজার মাইল পথ। যখন বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে ঠিক তখনি বিমানের পাখায় লুকোনো এক ব্যক্তি একটি ভবনের ছাদে পড়ে মারা যান।

ধারণা করা হচ্ছে লোকটি বিমানের চাকার উপর শুয়ে ছিল।  তবে এ বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। জোহান্সবার্গ থেকে লন্ডনের দূরত্ব ছয়হাজার মাইল এবং লন্ডন বিমান বন্দরে পৌঁছাতে সময় লাগে বারো ঘন্টা। এতদূরের পথ বিমানটি পাড়ি দিলেও লোকটি চাকায় লুকিয়ে থাকলে অনেক আগেই পড়ে যাওয়ার কথা।

chardike-ad

মার্কিন পুলিশ জানিয়েছেন, তদন্ত চলছে। বৃটিশ এয়ারলাইনস কর্তৃপক্ষ বলেছেন, দুই দেশেই তদšত হচ্ছে যাতে আমরা আরও তথ্য পেতে পারি।

এই রকম আরো কিছু খবরঃ


 

## বিমানযাত্রীর খাবারে জ্যান্ত টিকটিকি!

##  বিশ্বের বিপদজনক ১০টি বিমানবন্দর (ভিডিও)

##  মৌমাছির জন্য জরুরি অবতরণ করতে বাধ্য হল বিমান