Search
Close this search box.
Search
Close this search box.

এক রাজার একশো রানী!

abummirএকশো স্ত্রী। সঙ্গে পাঁচশো সন্তান। তাই নিয়েই সুখের সংসার ক্যামেরুনের বাফুট প্রদেশের রাজা আবুম্বির। কিন্তু তিনি এতগুলি বিয়ে করেননি। সিংহাসনে বসার পরই বেড়ে গেছে তার সংসার। স্থানীয় রীতি মেনে একশো জন স্ত্রীর সঙ্গলাভ করেছেন তিনি।

মূল ঘটনা হল, ক্যামেরুনের এই প্রদেশে কোনও রাজার মৃত্যু হলে তাঁর স্ত্রীদের দায়িত্ব নিতে হয় পরবর্তী রাজাকেই। সেই রীতি মানতেই ক্যামেরুনের বাফুট প্রদেশের ১১তম রাজা আবুম্বিরও স্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে একশো।

chardike-ad

যখন রাজ্যাভিষেক হয়েছিল তখন তাঁর মাত্র দু’টি স্ত্রী ছিল। রাজার প্রত্যেক স্ত্রী শিক্ষিত। পাশাপাশি, তাঁরা কথা বলতে পারেন বেশ কয়েকটি ভাষাতেও।

১৯৬৮ সালে বাবার মৃত্যুর পর রাজ্যাভিষেক হয় আবুম্বির। উল্লেখ্য, ক্যামেরুনে বহুবিবাহকে এখনও বেআইনি ঘোষণা করা হয়নি। স্থানীয় রীতি, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই তাঁর উদ্দেশ্য বলে জানিয়েছেন বর্তমান রাজা আবুম্বি। তবে, শুধু আবুম্বিদের এই কীর্তিই অভিনব নয়, বাফুটের রাজপ্রাসাদও পর্যটকদের অন্যতম আকর্ষণ।