sentbe-top

কাল থেকে বাড়ছে সিউলের সাবওয়ে ও বাস ভাড়া

subway-screen-doors-300x224আগামীকাল শনিবার থেকে বৃদ্ধি পাচ্ছে সিউলের সাবওয়ে এবং বাসভাড়া। সাবওয়ের ভাড়া ২৫০উওন বেড়ে ১৩০০উওন এবং বাসের ভাড়া ১৫০ উওন বেড়ে ১২০০ উওন করা হয়েছে। প্রায় সাড়ে তিনবছর পর সাবওয়ে এবং বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিল সিউল সিটি।

গত এপ্রিলেই বাস ভাড়া এবং সাবওয়ের ভাড়া বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। এছাড়া  লেইট নাইট বাস নামে পরিচিত  লাল রঙয়ের বাসের ভাড়া ৩০০উওন বাড়িয়ে ২১৫০উওন করা হয়েছে।

এছাড়া প্রথমবারের মত সাবওয়ে ও বাসে  কয়েকটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সকাল সাড়ে ছয়টার আগে যারা সাবওয়ে চড়বেন তারা ২০% ছাড় পাবেন। তাদেরকে সাবওয়েতে ১০০০উওন এবং বাসে ৯৬০ উওন ভাড়া পরিশোধ করতে হবে। ৬৫ বছর বা তাঁর উর্ধ্ব বয়সী সিনিয়র নাগরিকরা ফ্রিতে ভ্রমণ করতে পারবেন।

sentbe-top