Search
Close this search box.
Search
Close this search box.

দশ দল নিয়েই হচ্ছে ইংল্যান্ড বিশ্বকাপ

ICC-Cricket-World-Cup২০১৯ বিশ্বকাপে দশ দল নিয়ে খেলার কথা আইসিসি অনেক আগেই জানিয়েছিল। অবশেষে শুক্রবার বাবার্ডোজে আইসিসির বোর্ড সভায় দশ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানান, বিশ্বকাপ ক্রিকেটের আভিজাত্য বজায় রাখতে দশ দল নিয়ে পরবর্তী আসরটি অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতা বাড়াতেই ১০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

chardike-ad

তবে, ইংল্যান্ড বিশ্বকাপের ফরম্যাট কেমন হবে সে সিদ্ধান্ত আইসিসির বার্ষিক সভায় নেওয়া হয়নি।

২০১৫’র বিশ্বকাপ চলাকালীন বাতাসে গুঞ্জন উঠে দশ দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের। সে সময় ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় আর নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রো এর বিরোধিতা করেন। তাদের মতে, ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে আইসিসি’র উচিৎ দশ দলের জায়গায় আরও বেশি দলের অংশগ্রহণ নিশ্চিত করা।

আইসিসি’র এমন সিদ্ধান্তে সহযোগী দেশগুলোর বিশ্বকাপে সরাসরি খেলার পথ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই বাড়ছে।

ওয়ানডে শীর্ষ আট দল সরাসরি ইংল্যান্ড বিশ্বকাপ খেলবে। আয়োজক হিসেবে সেখানে অংশ নেবে ইংলিশরা। বাকী দু’দলকে বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে বলে জানায় আইসিসি। বাংলাদেশে আয়োজিত হবে বাছাইপর্বের ম্যাচগুলো।

২০১১ সালের বিশ্বকাপে ছিল ১৪টি দল। বাংলাদেশ, ভারত আর শ্রীলঙ্কার আয়োজনে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আয়োজনে ২০১৫ সালের বিশ্বকাপেও ছিল ১৪টি দল।