Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশের টার্গেট ১৭০

Nasirসিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৭০ রান।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স। ১০ ওভারে ৯৫ রান তোলেন দুজন। তবে ইনিংসের ১১তম ওভারে ডি কককে বিদায় করেন আরাফাত সানী। সানীর বলে সাব্বির রহমানকে ক্যাচ দেন ডি কক। ৩১ বলে ৪৪ রান করেন তিনি।

chardike-ad

ইনিংসের পরের ওভারে বল করতে আসেন নাসির হোসেন। তার প্রথম বলে চার মারেন জেপি ডুমিনি। তবে পরের দুই বলে ডুমিনি ও এবি ডি ভিলিয়ার্সকে সাজঘরের পথ দেখান নাসির। সাকিবের হাতে ক্যাচ দেওয়ার আগে ৬ রান করেন ডুমিনি। আর ৪০ রান করা ডি ভিলিয়ার্সকে গ্লাভসবন্দি করেন মুশফিকুর রহিম।

প্রথম ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন এসেছে। সোহাগ গাজীর বদলে অভিষেক হয়েছে রনি তালুকদারের।

দক্ষিণ আফ্রিকা দলেও একটি পরিবর্তন হয়েছে। লেগ স্পিনার এডি লেইর অভিষেক হচ্ছে। বাদ পড়েছেন কাগিসো রাদাবা।

একই মাঠে প্রথম টি-টোয়েন্টিতে ৫২ রানে জয় পাওয়ায় দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। সফরকারীরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে প্রথমবারের মতো দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ হতে হবে।

রোববার অনুষ্ঠেয় প্রথম টি-টোয়েন্টিতে বোলিংয়ে সাফল্য পেলেও ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয় স্বাগতিকদের।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, রনি তালুকদার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানী ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, ডেভিড মিলার, রাইলি রুশো, ডেভিড ওয়াইজি, ওয়েইন পারনেল, অ্যারন পাঙ্গিসো, কাইল অ্যাবোট, এডি লেই।

খেলাটি সরাসরি দেখুনঃ www.banglatelegraph.com/live-cricket

অথবাঃ www.banglatelegraph.com/cricket-live-streaming

সর্বশেষ স্কোর জানতেঃ www.banglatelegraph.com/live-cricket-score