Search
Close this search box.
Search
Close this search box.

এ কোন তিশা!

tisaছবিটি দেখে চোখজোড়া কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গিয়েছে নিশ্চয়! ভুল দেখছেন না তো। না ভুল দেখছেন না, উনি নুসরাত ইমরোজ তিশা।

এ তিশা এখন আর তারকা নন। দামি গাড়িতে চড়েন না। শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় তার প্রবেশের সামর্থ্য নেই। একদিন আগেও তিনি তিশা ছিলেন, এখন হয়ে গেছেন শেফালি। শোনা যাচ্ছে, ৯ জুলাই পর্যন্ত এ নামের ভেতরেই থাকবেন।

chardike-ad

শেফালি গ্রামের মেয়ে। মা-বাবাকে নিয়ে চলে এসেছে শহরের বুকে। শহর ঠিক নয়, শহরতলী। সাভার এলাকায় একটি ইটভাটার শ্রমিক সে এখন। তবে ম্যানেজারের প্রেমের ফাঁদে সে ঠিকই পড়বে, বিয়েও করবে। বিয়ের পর জানাজানি হবে, লোকটি বিবাহিত। এমনকি সন্তানেরও বাবা! একসময় মেয়েটির ওপর নির্যাতন নেমে আসবে।

এগুলো নিছক অনুমান নয়, জানালেন স্বয়ং সুমন আনোয়ার। তিনি নাট্যনির্মাতা। তিশাকে নিয়ে তিনি নির্মাণ করছেন নাটক ‘শেফালি’। গত ৬ জুলাই থেকে সাভারে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। চলবে ৯ জুলাই পর্যন্ত।

‘শেফালি’ নাটকটি প্রচার হবে এবারের ঈদে, বৈশাখী টিভিতে।

সৌজন্যেঃ ঢাকাটাইমস